Blogger.com হচ্ছে জনপ্রিয় সার্চ ইন্জিন Google-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। তবে Google এটি তৈরি করেনি। ১৯৯৯ সালের ২৩শে আগষ্ট সানফ্রান্সিসকোতে Pyra Labs নামের একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম Blogger.com তৈরি করেন। তারা মূলত এটি তৈরি করেছিলেন বিভিন্ন মানুষের ব্যক্তিগত বস্তুগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য।
খুব অল্প সময়ের মধ্যে Blogger.com জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু এমন সময়ে ঘটে প্রথম বিপত্তি। Blogger.com অর্থাভাবে পরে। এটির সার্ভার চালানোর মতো যথেষ্ট অর্থ Pyra Labs-এর কাছে ছিল না। এরপর অবশেষে ২০০২ সালে Blogger.com-কে Google কিনে নেয় এবং এর সংস্কারের জন্য কাজ শুরু করে। এরপর থেকে Google ও Blogger.com এক হয়ে কাজ করছে। Blogger.com-এর হোষ্টিং গুগলের নিজস্ব সার্ভারে এবং এর সাবডোমেন ব্লগস্পট (Blogspot) নামে পরিচিত।
নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ : যেসব ব্লগ নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠে অথবা যার মাধ্যমে আমরা আয় করতে পারি সেসব ব্লগকে নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ বলে।
আজ এখানেই শেষ করছি।যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করবো।
ব্লগ কাকে বলে ?
নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লেখা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করাকে ব্লগিং বলে। যেসব ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেসব ওয়েবসাইটকে ব্লগ বলে। এই ব্লগিং বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে যেমন আপনার জীবন নিয়ে, সাহিত্য, রাজনীতি, ইন্টারনেট ইত্যাদি।
ব্লগ কত প্রকার ও কী কী ?
সাধারণত ব্লগিংয়ের কোন প্রকারভেদ নেই। কিন্তু ব্লগিং করার উদ্দেশ্যকে বিবেচনা করে আমরা ব্লগিংকে দুই ভাগে ভাগ করতে পারি। যথা :- ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ এবং
- নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ।
নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ : যেসব ব্লগ নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠে অথবা যার মাধ্যমে আমরা আয় করতে পারি সেসব ব্লগকে নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ বলে।
আজ এখানেই শেষ করছি।যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করবো।